৩৩৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারত ৯৬/২


সিডনি টেস্টে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ৩৩৮ রানে থামিয়ে দেয় ভারতীয় বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেতে হয় ভারতকে। ওপেনার মায়ঙ্ক আগারওয়ালের জায়গায় এই টেস্টে মাঠে নামেছিলেন রোহিত শর্মা। কিন্তু প্রত্যাশামত ব্যাট করতে ব্যর্থ হলেন তিনি। আউট হলেন ব্যক্তিগত ২৬ রানের মাথায়। ভারতের প্রথম উইকেট পড়ল ৭০ রানে। তবে আশা জাগাচ্ছেন তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। দুরন্ত হাফ সেঞ্চুরি করলেন শুভমন গিল। ১০০ বল খেলে ৮টি চারের সুবাদে অর্ধ শতরান পূরণ করেছেন তিনি। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর দুই উইকেট হারিয়ে ৯৬ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক রাহানে (৪০ বলে ৫ রান) এবং চেতেশ্বর পূজারা (৫৩ বলে ৯ রান)।

সিডনিতে টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম দিনের মতোই বৃষ্টির জেরে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি থামতেই জাদেজা ও বুমরা জোড়া ইউকেটে ধাক্কা খায় প্যানির অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ৩৩৮ রানে প্রথম ইনিংস শেষ হল অস্ট্রেলিয়ার। ভারতীয় পেসার থেকে স্পিনারদের দাপটে দ্বিতীয় দিনের শুরুতেই থেমে গেল অজি ব্যাটসম্যানরা। 

প্রথমদিনে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান করে শেষ করলেও। দ্বিতীয় দিনের শুরু থেকেই এক এক করে উইকেট হারাত থাকে অজিরা। ওয়ার্নার (৬) ও উইল পুকভস্কি (৬২) রান করেই ফিরতে হয়েছিল প্রথমদিন। দ্বিতীয় দিনের শুরুতেই শতরানের দরজায় গিয়ে আটকে যান মার্নাস ল্যাবুশান। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৯৬ বলে ৯১ রান করে জাদেজার বলে উইকেট হারান। ম্যাথু ওয়েড মাত্র ১৩ রান করেই জাদেজর বলে আউট হয়েছেন। ভারতের বিরুদ্ধে এদিন ক্যামেরুন গ্রিনকে খালি হাতেই ফিরতে হয়। অজি অধিনায়ক টিম প্যানি মাত্র এক রান করেছেন। প্রথম দুই টেস্টে খালি হাতে ফিরলেও তৃতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকান অজি ব্যাটম্যানস স্টিভ স্মিথ। সিডনিতে কেরিয়ারের ২৭তম সেঞ্চুরি সম্পূর্ণ করলেন স্মিথ। ১৩১ রান করে রান আউট হয়েছেন।এদিন সকাল থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিলেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।তিনি ৪ উইকেট পেয়েছেন। বুমরা দুই উইকেট পেয়েছেন। টেস্টের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে দুই উইকেট পান নভদীপ সাইনি। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.