কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকদের সঙ্গে কেন্দ্রের বৈঠক আজ

কেন্দ্রের সঙ্গে অষ্টম দফার বৈঠকে বসার আগেই শুক্রবার অনশনে বসলেন পশ্চিম উত্তরপ্রদেশের ১৫ জন কৃষক। বৃহস্পতিবার সংযুক্ত কিষাণ মোর্চার ট্র্যাক্টর র‌্যালির পর শুক্রবার নয়ডায় শুরু হয়েছে এই অনশন। হাজার হাজার ট্র্যাক্টর গৌতম বুদ্ধ নগরে জড়ো হয়েছিল। ক-ষকরা জানিয়েছেন, এটা প্রজাতন্ত্র দিবসে তাঁদের ট্র্যাক্টর র‌্যালির মহড়া মাত্র। গত পনেরো দিন ধরেই দিল্লির চিল্লা সীমান্তে রিলে অনশন চলছে। 

অন্যদিকে, এদিনের বৈঠকের আগে কেন্দ্র ও কৃষক দুই পক্ষই তাদের অবস্থানে অনড়। তিনটি কৃষি আইন বাতিলের দাবি থেকে সরেনি কৃষক সংগঠনগুলি। কেন্দ্রও আইন বাতিল না করে কয়েকটি সংশোধনীর প্রস্তাবে চাপ দিচ্ছে। এরই মধ্যে রটনা, কেন্দ্র রাজ্যগুলিকে কৃষি আইন প্রয়োগের স্বাধীনতা দিতে চলেছে। তেব ইউনিয়নগুলি জানিয়েছে, এমন কোনও প্রস্তাব তাদের কাছে আসেনি। তারা আইন বাতিলের কমে কিছুতেই রাজি নয়। সেইসঙ্গে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি বৈধতাও তারা চায়। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.