ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল করোনায় আক্রান্ত। তাঁর সঙ্গে করোনায় সংক্রমিত আরেক ব্যাডমিন্টন খেলোয়াড় এইচ এস প্রণয়। তাঁরা এখন তাইল্যান্ড ওপেন খেলতে ব্যাঙ্ককে রয়েছেন। তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরও পরীক্ষার জন্য তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। সাইনার স্বামী পারুপুল্লি কাশ্যপকেও হাসপাতালে যেতে বলা হয়েছে।
অলিম্পিক্সের আগে প্রায় ৩০০ দিন পর এই টুর্নামেন্ট শুরু হয়েছে। করোনা পজিটিভ হওয়ায় মঙ্গলবার প্রথম রাউন্ডেই সাইনা মালয়েশিয়ার কিসোনা সেলভাদুরাইকে ওয়াকওভার দেন। মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে কিসোনা। ৩০ বছরের সাইনা তাইল্যান্ড সফরের গোটা সময়ে খেলোয়াড়দের ফিজিও ও ট্রেনারদের সঙ্গে দেখা করতে না দেওয়ার সিদ্ধান্তে তাঁদের ক্ষতি হচ্ছে।
Thank You for your important feedback