বাজেট অধিবেশনের সূচনায় সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি
রামনাথ কোবিন্দেরর ভাষণ বয়কট করবে বিরোধীরা। শুক্রবার বাজেট অধিবেশন শুরু
হচ্ছে। সবমিলিয়ে ১৬টি বিরোধী দল একযোগে বিবৃতি দিয়ে প্রজাতন্ত্র দিবসে
দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং এই ঘটনায়
কেন্দ্রের ভূমিকার নিরপেক্ষ তদন্ত করার দাবি জানিয়েছে।
কংগ্রেস নেতা
গুলাম নবি আজাদ বলেন, জোর করে সংসদে কৃষি আইন পাশ করানো হয়েছে। এটাই ভাষণ
বয়কটের প্রধান কারণ। এই দাবি জানিয়ে একটি যৌথ বিবৃতিও তাঁরা জারি করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, দিল্লির দোরগোড়ায় ৬৪ দিন ধরে চাষিরা ঝড়জল, ঠান্ডা
সহ্য করে বিক্ষোভ দেখাচ্ছেন। মারা গিয়েছেন ১৫৫ জন কৃষক। সরকারের টনক
নড়েনি। বরং তারা জলকামান, লাঠি, গ্যাস দিয়ে কৃষকদের দাবির মোকাবিলা করেছে।
বৈধ প্রতিবাদকে কুৎসা দিয়ে আটকানো হচ্ছে। সঠিক তদন্ত হলে কেন্দ্রীয়
সরকারের ন্যক্কারজনক চক্রান্ত পরিষ্কার হয়ে যাবে।
রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে ১৬ বিরোধী দল
0
January 28, 2021
Tags
Thank You for your important feedback