জামশেদপুর-কেরালার হাড্ডাহাড্ডি ম্যাচে বাধা গোলপোস্ট

বুধবার আইএসএলে জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স। হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবেই। এক এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। এদিন আইএসএলের চতুর্থ জয় অধরাই রয়ে গেল কিবু ভিকুনার কেরালার।

ম্যাচের প্রথমার্ধ থেকেই  শুরু হয় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিপক্ষের আক্রমণের জবাব প্রতি আক্রমণে দেয় দুই দলই। ফলে প্রথমার্ধে সুযোগ এসেছিল দুই দলের কাছে। কিন্তু স্কোরলাইন গোলশূন্য থাকার কারণ কেবল দু’দলের ডিফেন্স নয়, বরং আক্রমণভাগের ব্যর্থতাও বলা যেতে পারে। কেরালার ফুটবলারদের গোলমুখী জোরালো শট প্রায় তিনবার ক্রসবারে প্রতিহত হয়েছে। যার মধ্যে ৪২ মিনিটে গ্যারি হুপারের একটি দূরপাল্লার শট গোলপোস্টে লেগে গোললাইন সামান্য অতিক্রম করলেও তা চোখে পড়েনি সহকারী রেফারির। প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও বলের দখল ভাগ ছিল কেরালার ফুটবলারদের পায়ে। অন্যদিকে, একাধিবার প্রতি আক্রমণে উঠে গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলছিল জামশেদপুর এফসি। তবে গোল পায়নি ওয়েন কোয়েলের দলও। ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৭ নম্বরে রয়েছে জামশেদপুর এফসির। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে জামসশেদপুরের থেকে একধাপ পিছিয়ে অষ্টম স্থানে রয়েছে কেরালা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post