বিদায় নিল শীত?

এই মরশুমের মতো কি শীত বিদায় নিল? প্রশ্ন উঠেছে আরামপ্রিয় বঙ্গবাসীর মধ্যে। গত ৫ দিন ধরে ক্রমশই উষ্ণ হচ্ছে দক্ষিণবঙ্গ। দিনের তাপমান ২৯ ডিগ্রি সেলসিয়াস হলে রাতে তা কিছুতেই ১৯ ডিগ্রির নীচে নামছে না। উত্তরবঙ্গ ঠান্ডার জন্য বিখ্যাত।  কিন্তু সেখানেও বিগত বছরের মতো শীত নেই। হিমালয়ের পাদদেশে ১০/ ১১ ডিগ্রিতে নেমে যাচ্ছে তাপমান। অন্যদিকে উত্তর ভারতে দিল্লি সহ বিভিন্ন প্রান্তে কুয়াশা সহ প্রবল ঠান্ডা, শৈত্য প্রবাহ। কিন্তু বাংলা এবং বাংলা লাগোয়া বিহার, ওডিশাতেও শীত কমেছে। শীত কি ফিরে আসবে?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী উষ্ণ হওয়ার লড়াইয়ে শীত কমছে। নিম্নচাপ তৈরি হয়ে বৃষ্টি হলে শীত বাড়ত কিন্তু এখনই তার সম্ভাবনা নেই। তারা বলছেন, সাধারণত পৌষ সংক্রান্তির সময়ে শীত বাড়ে, এবারেও বাড়বে কিন্তু কখনোই ১৪ ডিগ্রির কম হবে না। একটিই সুখের বিষয়, এবার আমের ফলন বাড়বে। গ্রীষ্মে প্রচুর আম বাজারে আসবে এবং স্বাভাবিক দাম থাকবে কম।     


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.