জাতির জনকের মৃত্যুদিনেই সামনে এল তাঁর মূর্তি ভাঙার খবর। আমেরিকায় ফের গান্ধিমূর্তির ওপর হামলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি পার্কে দুষ্কৃতীরা মূর্তি ভাঙচুর করে, বেদি থেকে মূর্তি উপড়ে দেয়। এই ঘটনার পর আমেরিকার সর্বত্র নিন্দার ঝড়। আমেরিকার বসবাসকারী ভারতীয়েরা ঘটনার বিশদ তদন্ত দাবি করেছেন। উত্তর ক্যালিফোর্নিয়ায় ডেভিসে সেন্ট্রাল পার্কে রয়েছে এই মূর্তি। এটি ভারত সরকারের দান। চারবছর আগে মূর্তিটি বসানো হয়। উচ্চতা ৬ ফুট, ওজন ২৯৪ কেজি। মূর্তিটির পায়ের গোড়ালি করতা দিয়ে কাটা হয়েছে। মুখের অর্ধেক ভেঙে দেওয়া হয়েছে। ২৭ জানুয়ারি ভোরে পার্কের এক কর্মচারী প্রথম ভাঙা মূর্তিটি দেখতে পান। মূর্তিটি সরিয়ে একটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে।
কেন এই মূর্তি ভাঙা হল তা এখনও জানতে পারেনি পুলিশ। তেব স্থানীয় ভারতীয়দের মধ্যে অত্যন্ত শ্রদ্ধার একজনের মূর্তি ভাঙার ঘটনাতে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই মূর্তি বসানোর বিরোধিতা করেছিল অগ্রানাইজেশন ফর মাইনোরিটিজ ইন্ডিয়া নামে হিন্দুত্ববাদী একটি সংগঠন। ভোটাভুটি মূর্তি বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর থেকেই তারা মূর্তি সরানোর দাবি জানিয়ে আসছে।
Thank You for your important feedback