কলকাতাকেও দেশের রাজধানী করার দাবি জানালেন মমতা

কলকাতাকেও দেশের একটি রাজধানী করা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই দাবি করেছেন। তাঁর কথা, শুধু দিল্লি নয়, মুম্বই, চেন্নাইকেও দেশের রাজধানী করা হোক। ভোটের বছরে নেতাজির জন্মদিনেও তীব্র আক্রমণ করে মমতা বলেন, নেতাজিকে সম্মান না জানালেও কেন্দ্র নেতাজির আদর্শ না মেনে যোজনা কমিশন তুলে দিয়ে তৈরি করেছে নীতি আয়োগ। আগে পরিকল্পনা তৈরির আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হত। এখন আর তা হয় না। এরই পাশাপাশি ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়ে মমতা বলেন, কেন্দ্র একতরফাভাবে রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে নেতাজির দিবসকে পরাক্রম দিবস বলে ঘোষণা করেছে। এটা মানা যায় না। কেন এইদিন দেশপ্রেম দিবস হবে না, প্রশ্ন মমতার।
শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে মিছিল করে এদিন রেড রোডে নেতাজি মূর্তির পাদদেশে আসেন মমতা। সেখানে তিনি বলেন, নেতাজির আদর্শ ছিল সবাইকে একসঙ্গে নিয়ে চলা। তিনি জাতপাত, ধর্ম, বর্ণে কোনও ভেদ করতেন না। সেই আদর্শ আজ বিপন্ন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কিছু করা হলে তাতে আপত্তি নেই। খিদিরপুরের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ডক কেন তুলে দেওয়া হবে? তিনি বলেন, রাজ্যে আইএনএ স্মরণে মনুমেন্ট তৈরি হবে। নেতাজির নামে বিশ্ববিদ্যালয়ও তৈরি হবে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post