১৩ জানুয়ারি থেকে করোনার গণ টিকাকরণ

জল্পনার অবসান। ১৩ জানুয়ারি থেকেই দেশে শুরু হচ্ছে করোনার গণ টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ মঙ্গলবার জানিয়েছেন, অনুমোদন পাওয়ার ১০ দিনের মধ্যেই টিকা শুরু হয়ে যাচ্ছে। বিশ্বে কোনা সংক্রমণে দুই নম্বরে থাকা ভারতের কাছে এটা প্রকৃতই সুখবর। দেশজুড়ে টিকার মহড়ার ফল জানার পরই এই সিদ্ধান্ত হয়েছে। সারা দেশের ১২৫টি জেলার ২৮৬টি কেন্দ্রে এই মহড়া হয়েছে। শনিবার জরুরি ভিত্তিতে কোভ্যাকসিন ও কোভিশিল্ড ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্র। 

প্রথমে ১ কোটি স্বাস্থ্যকর্মী, ২ কোটি জরুরি পরিষেবার কর্মী এবং ২৭ কোটি বয়স্ক নাগরিককে টিকা দেওয়া হবে। তাদের মধ্যে যাঁদের বয়স ৫০ বছর আর যাঁদের কোমরবিডিটি রয়েছে অগ্রাধিকার পাবেন তাঁরা। ভারতেই তৈরি সিরাম ইন্সটিটিউট এবং ভারত বায়োটেকের টিকা দুটি দেশের চারটি প্রথমিক কেন্দ্র মজুত করা হবে। এই কেন্দ্রগুলি কারনাল, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে। দেশে ৩৭টি টিকার গুদামও তৈরি। ধারণা করা হচ্ছে, প্রতি ১০০ জনের জন্য লাগবে ১২২টি ডোজ। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.