২৯ জানুয়ারি সংসদের বাজেট অধিবেশন

সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ২৯ জানুয়ারি। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই অধিবেশনেই ১ ফেব্রুয়ারি ২০২১-২০২২ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। সংসদীয় বিষয়ক মন্ত্রিসভার কমিটি মঙ্গলবার এই দিনক্ষণ চূড়ান্ত করেছে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে ৮ মার্চ থেকে। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

ঠিক হয়েছে, ২৯ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংসদের দুই কক্ষেই প্রতিদিন চার ঘণ্টা অধিবেশন চলবে। এর আগে শীতকালীন অধিবেশন করোনার সংক্রমণের জন্য বাতিল করা হয়। এবার প্রধানত কৃষি আইন নিয়েই সংসদ তোলপাড় হবে, এমনটাই মনে করা হচ্ছে। সেইসহ্গে আসবে আর্থিক অবস্থা নিয়ে বিরোধীদের আক্রমণ। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.