‘সেভ-জিৎ’ ও ‘স্টেনগানে’ বেঙ্গালুরু বধ ইস্টবেঙ্গলের

শনিবার উত্তেজক ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল এসসি ইস্টবেঙ্গল। গ্যালিরিতে বসেই দলের জয় উপভোগ করলেন লাল-হলুদ  কোচ রবি ফাওলার। ম্যাচে একটি মাত্র গোল এসেছে মাঠি স্টেইনম্যানের পা থেকে। 

শনিবারের হাই প্রোফাইল ম্যাচের প্রথমার্ধের সিংহভাগ সময়টাই ছিল ইস্টবেঙ্গলের দখলে। ৬০ শতাংশের কাছাকাছি বলের দখল ছিল ব্রাইট থেকে ড্যানি ফক্সদের পায়ে। ম্যাচের ২০ মিনিটেই স্টেইনম্যানের গোলে এগিয় যায় ইস্টবেঙ্গল। মাঝ মাঠ থেকে বল পেয়ে ডান দিক দিয়ে এগিয়ে আসেন ইস্টবেঙ্গলের নবাগত ডিফেন্ডার অঙ্কিত মুখোপাধ্যায়।অন্য প্রান্তে তখন দৌঁড় শুরু করেছিলেন নারায়ণ দাস। অঙ্কিত বুদ্ধিমত্তার সঙ্গে বল বাড়ান নারায়ন দাসকে। এসসি ইস্টবেঙ্গলের উইঙ্গার সেই বল ফাঁকায় থাকা স্টেইনম্যানকে পাশ করলে মুহূর্তের ফ্লিকে বল গোলে জড়িয়ে দেন জার্মান মিডফিল্ডার।  তবে প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ কয়েকবার গোলের জন্য ঝাঁপালেও প্রতিবার প্রতিহত হয় গুরুপ্রীতের কাছে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোল শোধের চেষ্টায় আক্রমণে ঝাঁঝ বাড়ায় সুনীল ছেত্রীরা। বেশ কয়েকটা গোল করার সুযোগ পেলেও যেমন কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রতিবারই তাঁরা আটকে যায় ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদারের কাছে। গোল বাঁচিয়ে লাল-হলুদের দূর্গরক্ষা করে ম্যাচের সেরা হয়েছেন তিনি। প্রতি আক্রমণে ৮২ মিনিটের মাথায় সহজ গোলের সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের দুরন্ত স্ট্রাইকার ব্রাইট। বেঙ্গালুরুর ডিফেন্ডারদের পিছনে ফেলে গুরপ্রীতকে কাটাতে গিয়ে বল জালে ঠেলতে ব্যর্থ হন ব্রাইট। সবমিলিয়ে স্টেইনম্যানের গোল আইএসএলের দ্বিতীয় জয় পেল লাল-হলুদ শিবির।  ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে ৯ নম্বরে রয়ে গেল এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়্ন্ট পেয়ে লিগ টেবিলে ইস্টবেঙ্গলের থেকে কয়েক ধাপ এগিয়ে রয়েছে সুনীলের বেঙ্গালুরু এফসি।   


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post