এনায়েতপুরের জঙ্গলে শতাধিক ভোটার কার্ড! চাঞ্চল্য

রাস্তার ধারের জঙ্গলে পড়ে শতাধিক ভোটার কার্ড। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল শুরু হয় এলাকায়। শুধু ভোটার কার্ডই নয়, মিলেছে ভোটারদের ছবি, পঞ্চায়েতের সার্টিফিকেট সহ অারও বেশ কিছু ছবিও। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুরে। খবর পেয়ে গুড়গুড়িপাল থানার পুলিশ এসে ওই নথিগুলি উদ্ধার করে নিয়ে যায়। সেগুলি বৈধ কিনা তাও খতিয়ে দেখা হবে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজনের চোখে পড়ে জঙ্গলের ধারে কিছু ভোটার কার্ড পড়ে আছে। কাছে যেতেই চোখ কপালে ওঠে তাঁদের। একটা দুটো নয়, প্রায় ১০০টিরও বেশি ভোটার কার্ড ও ভোটারদের ছবি পড়ে রয়েছে। এমনকী সেই ভোটার কার্ডগুলির মধ্যে রয়েছে বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য হপনাম টুডুর কার্ডও। এছাড়া বেশ কিছু সরকারি নথি যেমন  পঞ্চায়েতের সার্টিফিকেটও আছে তার সঙ্গে। বিষয়টি জানাজানি হতেই জড়ো হন এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশেও। কীভাবে ওই এলাকায় এতগুলো ভোটার কার্ড এল তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাঁদের অনুমান, কার্ডগুলি আসল। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলিও। ঘটনার তদন্ত শুরু করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ।     


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post