বার্ড ফ্লু, পোল্ট্রির মুরগি মারার কাজ শুরু হরিয়ানা, মহারাষ্ট্রে

মহারাষ্ট্র ও হরিয়ানার কয়েকটি জায়গায় ব্যাপকহারে পোল্ট্রির মুরগি মারার কাজ শুরু হল। মুম্বই ও মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় নতুন করে বার্ড ফ্লু ধরা পড়ায় এই সিদ্ধান্ত। এপর্যন্ত দিল্লি, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, হরিয়ানা ও গুজরাত এই ১১টি রাজ্যে বার্ড ফ্লু দেখা দিয়েছে। 

তবে কেন্দ্র রাজ্যগুলিকে মুরগি বিক্রি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। কেন্দ্র জানিয়েছে, মুরগির মাংস বা ডিম খাওয়াকোনও বিপদ নেইয়, এনিয়ে অযথা গুজব না ছড়ানোর জন্য তারা বলেছে। সাধারণত পরিযায়ী পাখিদের থেকেই সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে বার্ড ফ্লু ছড়ায় এদেশে। শুধু মুরগির পোল্ট্রিই নয়, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় কাক, পায়রা, হাঁসেদের মধ্যেও বার্ড ফ্লুর সংক্রমণ পাওয়া গিয়েছে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post