প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল নিয়ে সংঘাত অনিবার্য হয়ে উঠল। দিল্লির আউটার রিং রোডে ওই মিছিল করতে চেয়েছিলেন কৃষকরা। তাঁদের সঙ্গে বৈঠকের পর দিল্লি পুলিশ ওই মিছিলের অনুমতি দিতে অস্বীকার করেছে। কৃষকরা জানিয়ে দিয়েছেন, যাই ঘটুক, ট্রাক্টর মিছিল তাঁরা করবেনই।
কৃষকা নেতারা জানিয়েছেন, এনিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করবেন। পুলিশ ও সরকারের সঙ্গেও কথা চলবে। দিল্লি পুলিশ নিরাপত্তার কারণ দেখিয়ে ওই মিছিলে সম্মতি দেয়নি। এর আগে দিল্লির সিংঘু সীমান্তে দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার এস এস যাদব বৃহস্পতিবার কৃষকদের সঙ্গে বৈঠক করেন। নভেম্বরের শেষদিক থেকে দিল্লির সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। তাঁদের দাবি, তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। ওই ট্র্যাক্টর মিছিলে যোগ দিতে পাঞ্জাব, হরিয়ানার হাজার হাজার কৃষক এসে জড়ো হচ্ছেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এই মিছিল বব্ধ করার জন্য দায়ের করা মামলা প্রত্যাহার করার নির্দেশ দিযেছে কেন্দ্রকে। তারা বলেছে, এব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্র আর পুলিশকেই।
Thank You for your important feedback