পকসো আইনের সপক্ষেই সুপ্রিম কোর্ট

পকসো আইন অত্যন্ত সহায়ক, এমনিই বার্তা ছিল আইনজ্ঞদের। কিন্তু তাল কেটেছিল সম্প্রতি বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের এক নির্দেশিকায়। প্রশ্ন উঠেছিল নাবালিকার অনাবৃত শরীর তথা বুকে হাত দেওয়া অন্যায়, কিন্তু ত্বক স্পর্শ না করে পোশাক পরা অবস্থায় যদি এমন ঘটনা ঘটে তবে তা পকসো আইনের আওতায় পরবে না। এই রায়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়, সরাসরি বিচারের রায়ের বিরুদ্ধে মন্তব্য করা অনুচিত জেনেও সোশাল নেটওয়ার্ক সহ বিভিন্ন মিডিয়ায় প্রশ্ন ওঠে এ আবার কীরকম বিচার? 

দেশের নামজাদা আইনজীবীরাও প্রশ্ন তোলেন এই বিষয়ে। পরিশেষে সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠে। বুধবার সুপ্রিম কোর্ট বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের এই রায়ের উপর স্থগিতাদেশ দেয়। যার ফলে পুরাতন আইনটিই বজায় রইল। এটি পরিষ্কার বার্তা গেল নাবালিকা বা বালকের অনাবৃত অংশে হাত দেওয়ার অধিকার থাকছে না এবং এমন কাজে কঠিন সাজা ধার্য রয়েছে যা আগেই ছিল।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post