রেকর্ড লজ্জা থেকে রেকর্ড গর্বের

এবারের অস্ট্রেলিয়া সফর ভারতীয় ক্রিকেট ইতিহাসে নব যুগের সৃষ্টি করল। অভূতপূর্ব। এই সিরিজে আসার আগে অধিকাংশ সমালোচকরা বলেছিলেন, কোহলি থাকলে ভারত ভালো খেলবে নতুবা বিরাট বিদায়ে চূর্ণ হবে ভারত। কিন্তু ঘটল উল্টোটাই। কোহলির নেতৃত্বে ভারত ক্রিকেটের সর্বনিম্ন রান ৩৬ করে দেশকে লজ্জায় ফেলে দিয়েছিল। ধরেই নেওয়া হয়েছিল বাকি টেস্ট হোয়াইট ওয়াশ হবে রাহানের নেতৃত্বে। দেশে ফিরলেন কোহলি সাথে চোট প্রাপ্ত শামি। দ্বিতীয় টেস্টেই জয় মেলবোর্নে। ফের অসুস্থের সংখ্যা বাড়ল। তৃতীয় টেস্ট কোনওক্রমে ড্র। চতুর্থ টেস্ট ব্রিসবেনে শুরুর আগে থেকে নানা কড়াকড়ি। চোট পেয়ে বাদ গেলেন প্রথম সারির সব বোলাররাই বুমরা, যাদব, জাদেজা। সম্পূর্ণ দ্বিতীয় সারির দল নিয়ে রাহানে খেলতে নামলেন। সিনিয়র বলতে রাহানে, পূজারা এবং সদ্য অস্ট্রেলিয়ায় আসা রোহিত শর্মা। তাই নিয়েই ব্রিসবেন জয় করে সিরিজ পকেটে পুরলেন অজিঙ্ক রাহানে। ট্রফি এখন তাঁদের, এটা একটি রেকর্ড।

৫ অনভিজ্ঞ বোলার, সিরাজ, সাইনি, শার্দুল, ওয়াশিংটন সুন্দর ও নটরাজন। এরকম নতুনদের নিয়ে এর আগে কোনও দেশ খেলেছে বলে ইতিহাস নেই, এও এক রেকর্ড। ওপেনিংয়ে গিলের এটি জীবনের দ্বিতীয় টেস্ট ৪ ইনিংসের ৩ ইনিংসই ভালো ব্যাট করলেন, এটাও রেকর্ড। দলের দ্বিতীয় উইকেট রক্ষক পন্থ যদিও আগে খেলেছেন কিন্তু দুই ইনিংসেই দুর্দান্ত খেললেন এবং বোলারকে সাথে নিয়ে বিদেশে জয়, রেকর্ড। সদ্য টেস্টে এসে ৪টি ইনিংসে বিদেশের মাটিতে রেকর্ড উইকেট নিলেন সিরাজ। এবং ব্রিসবেনের মাঠে ভারতে প্রথম জয়ও একটি রেকর্ড। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post