আজ বাজেট অধিবেশন উদ্বোধন করছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রতিবছর এই একবারই রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের সামনে তাঁর মন্ত্রিসভার বাৎসরিক অবস্থানের বিবরণ দেন। কিন্তু এই বছর অভূতপূর্বভাবে ১৯টি দল তাঁর ভাষণ বয়কট করছে, কারণ কৃষিবিল এবং আন্দোলন। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসও বয়কটের পথে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া এবং খাতায় কলমে তৃণমূল সংসদ সুনীল মণ্ডল কী করবেন, প্রশ্ন তা নিয়েই। প্রশ্ন অধিকারী বাড়ির দুই সাংসদকে নিয়েও।
CN ওয়েবকে শিশির অধিকারী জানালেন, তিনি কাঁথির বাড়িতেই আছেন এবং আপাতত দিল্লি যাচ্ছেন না। প্রশ্নের উত্তরে জানান, আজকাল শরীর ঠিক নেই এবং চোখের সমস্যায় আছেন। তাঁর ডান চোখের ছানি অপারেশন হয়েছে এবং সামনেই বাঁ চোখের হবে কাজেই যাওয়ার উপায়ে নেই। তিনি অবশ্য দলের সব সাংসদের সুস্থ থাকার কামনা করলেন। অন্যদিকে দিব্যেন্দু আপাতত ভাবছেন কি করবেন |
Thank You for your important feedback