করোনার টিকা কোভিশিল্ডের প্রথম ১০ কোটি ডোজ ভারত সরকারের অনুরোধে ২০০ টাকায় দিচ্ছে সিরাম ইনস্টিটিউট। স্বাস্থ্যকর্মী, সাধারণ গরিব মানুষকে সাহায্য করার জন্যই তারা এটা করছে। দাম ২০০ টাকার সামান্য বেশিই পড়েছে। এটা তৈরি করার দামের থেকেও কম। প্রথম ১০ কোটি টিকায় কোনও লাভ রাখা হবে না। সিরামের সিইএ আদার পুনেওয়ালা জানিয়েছেন, এরপর সিরাম টিকা বেচবে এক হাজার টাকায়। মঙ্গলবার। তিনি বলেন, যথেষ্ট ন্যায্য দামেই তাঁরা টিকা দেবেন।
তিনি বলেন, দেশের কাছে ও প্রধানমন্ত্রীর কাছে বহু দেশ টিকা চেয়ে চিঠি পাঠাচ্ছে। তারা সিরাম ইন্সটিটিউটের টিকা চাইছে। সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে। এ দেশের পাশাপাশি অন্য দেশের মানুষকেও খুশি করতে হবে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকাতেও টিকা পাঠানোর চেষ্টা চলছে।
Thank You for your important feedback