কলকাতায় এল প্রথম দফার করোনা টিকা

দীর্ঘ ১১ মাসের আতঙ্কের অবসান হল আপাতত। পুনে থেকে স্পাইস জেটের বিমানে কলকাতায় এসে পৌঁছাল প্রথম দফার করোনার টিকা। মঙ্গলবার দুপুরে কলকাতায় এল ৯ লাখ ৬০ হাজার টিকার ডোজ। টিকা বোঝাই মোট ৮৩টি বাক্স এসেছে কলকাতায়, একেকটি বাক্সের ওজন ৩২ কেজি। কলকাতায় এল পুনের সিরাম ইনস্টিটিউটের করোনা টিকা ‘কোভিশিল্ড’। 

আগে থেকেই কলকাতা বিমানবন্দরে রাখা ছিল বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত ইনসুলেটেড ভ্যান। যাতে জিপিএস ব্যবস্থা রয়েছে। ভ্যানগুলিকে স্বাস্থ্যভবনে বসেই ট্র্যাক করা যাবে। কোনও দুর্ঘটনা ঘটলে বা সমস্যায় পড়লে ভ্যানগুলিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। এরকম দুটি ভ্যানে তোলা হয় টিকা বোঝাই বাক্স, আর দুটি ছিল স্টান্ডবাই। কলকাতা বিমানবন্দর থেকে ভ্যানগুলি সোজা চলে বাগবাজার কেন্দ্রীয় মেডিকেল স্টোরে। ভ্যানগুলি যাতে নির্বিঘ্নে সেখানে পৌঁছায় তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরে এবং রাস্তায়। রীতিমতো গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় বাগবাজার। সেখান থেকে ভ্যাকসিন যাবে শহর ও বিভিন্ন জেলার ৯৪১টি কেন্দ্রে। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে টিকাকরণ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post