অদিতি রাও হায়দারির সঙ্গে জুটি, ওয়েব দুনিয়ায় পা রাখছেন প্রসেনজিৎ

‘‌সেক্রেড গেমস’‌ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের হাত ধরে ওটিটি প্লাটফর্মে পা রাখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে বাংলা নয়, হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। নায়িকার ভূমিকায় রয়েছেন বলি অভিনেত্রী অদিতি রাও হায়দারি। ৪০-এর দশকের পর থেকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির টানাপোড়েন, রাজনীতি, অন্তর্দ্বন্দ্বের গল্পই উঠে আসবে মোতওয়ানের ‘‌স্টারডাস্ট’ সিরিজে। প্রথম সিজনে প্রায় নয়‌টি এপিসোড থাকবে। সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অপারশক্তি খুরানা। তবে সিরিজের বাকি অভিনেতা ও কোন প্লাটফর্মে এটি মুক্তি পাবে, সেবিষয়ে এখনও কিছু জানাননি পরিচালক।     


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.