রাতভর জেরা, আজই শুভ্রা কুণ্ডুকে ভুবনেশ্বরে নিয়ে যেতে পারে সিবিআই

চিটফান্ড কেলেঙ্কারিতে শুক্রবারই রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করেছে সিবিআই। শুক্রবার রাতভর বিধাননগরে সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সেই ছিলেন শুভ্রা কুণ্ডু। সিবিআই সূত্রে খবর, রাতে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জেরায় শুভ্রা কুণ্ডুর কাছ থেকে উঠে এসেছে নানা তথ্য। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শনিবার তাঁকে ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বরে নিয়ে যেতে পারেন সিবিআই আধিকারিকরা। তার আগে শুভ্রা কুণ্ডুকে আলিপুর আদালতে পেশ করা হবে।
অভিযোগ, রোজভ্যালির প্রায় ৩ হাজার কোটি টাকার হদিশ এখনও মেলেনি। সিবিআইয়ের অনুমান, গৌতম কুণ্ডুর গ্রেফতারির পর থেকেই তাঁর স্ত্রী শুভ্রা রোজভ্যালির অন্যান্য ব্যবসা দেখাশোনা করছিলেন। এই সুযোগে কোটি কোটি টাকার সোনার গয়না ও নগদ টাকা বিদেশে পাচার করে থাকতে পারেন তিনি। এমনকি তাঁর বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করারও অভিযোগ রয়েছে। বহুবার শুভ্রাকে একধিক সিবিআই ও ইডি আধিকারিকের সঙ্গে দেখা গিয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁকে গ্রেফতারের জল্পনা চলছিল। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ফের তাঁকে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.