তাণ্ডব বিতর্ক: সুরক্ষাকবচ দিল না সুপ্রিম কোর্টও

কিছুতেই অস্বস্তি কাটছে না টিম তাণ্ডব-এর। হিন্দু দেবতাদের অপমান ও ভাবাবেগে অাঘাত দেওয়ার অভিযোগে ইতিমধ্যে একাধিক রাজ্যে ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই এফআইআরের থেকেই সুরক্ষাকবচ চেয়ে শীর্ষ অাদালতে অাবেদন করেছিলেন তাঁরা। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায়, বাক স্বাধীনতার অধিকার অাছে, তবে তা অবাধ নয়। এমন কোনও চরিত্র পর্দায় তুলে ধরা যেতে পারে না বা এমন বিষয় উপস্থাপিত করা যেতে পারে না যা কোনও সম্প্রদায় ভাবাবেগে আঘাত দেবে। 

উল্লেখ্য, মুক্তির পর থেকেই বির্তকের শিরোনামে আমাজন প্রাইমের ওয়েব সিরিজ তাণ্ডব। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ এবং ২৯৫ ধারায় তাণ্ডব নির্মাতাদের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। দেশের ছয় রাজ্যে টিম ম তাণ্ডব ও আমাজন প্রাইমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই প্রেক্ষিতে গত ২০ জানুয়ারি বম্বে হাইকোর্ট তিন সপ্তাহের জন্য আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল। তারপরেও গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘তাণ্ডব’নির্মাতারা। চাপের মুখে পরিচালক আলি আব্বাস জাফর সহ গোটা ‘তাণ্ডব’ টিম ম নিঃশর্ত ক্ষমাও চেয়ে নেন। ছেঁটে ফেলা হয় সিরিজের বিতর্কিত অংশও। তবুও ‘তাণ্ডব’ নিয়ে জারি রইল তাণ্ডব। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post