৭ বছর মেলেনি বেতন, আন্দোলনে আনএডেড মাদ্রাসা শিক্ষকরা

রাজ্য সরকারের প্রতিশ্রুতিই সার, সাত বছর ধরে মেলেনি কোনও বেতন। এই বঞ্চনার প্রতিবাদে আন্দোলনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আনএডেড মাদ্রাসা শিক্ষকদের সংগঠন। মঙ্গলবার শর্তসাপেক্ষে তাঁদের অবস্থানে বসার অনুমতি দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। নির্দেশিকায় বলা হয়, সেন্ট্রাল পার্ক মেট্রো কারশেডের সামনে আজ থেকেই অবস্থানে বসতে পারবেন আনএডেড মাদ্রাসা শিক্ষকরা।

প্রসঙ্গত, বেতনবৃদ্ধি ও স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে বিকাশভবনের সামনে অবস্থান বিক্ষোভে চালিয়ে যাচ্ছেন পার্শ্বশিক্ষকরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে তাঁদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। 

অন্যদিকে সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে কলকাতার শহিদ মিনার চত্বরে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ব্যানারে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন একাধিক শিক্ষক সংগঠন। কলকাতা হাইকোর্ট তাঁদেরকেও শর্তসাপেক্ষে অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন তবে নবান্ন অভিযানের অনুমতি দেয়নি। আর এই নবান্ন অভিযানকে কেন্দ্র করেই গতকাল থেকে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলা এলাকায়।                 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post