পৃথিবীর প্রাচীনতম গুহাচিত্র

পৃথিবীর সবথেকে প্রাচীন গুহাচিত্রের সন্ধান মিলল ইন্দোনেশিয়ায়। সেটি একটি শূওরের। মনে করা হচ্ছে, এটি ৪৫ হাজার ৫০০ বছরের পুরানো। ছবিটি আঁকা হয়েছে ঘন লাল পিণ্ড দিয়ে। প্রমাণ সাইজের এই সুলাওয়েসি বর্তি প্রজাতির শূওরের ছবিটি কোনও গল্পের অংশ হিসেবেই আঁকা হয়েছে। 

সুলাওয়েসি দ্বীপের উপত্যকায় প্রত্যন্ত গ্রাম লিয়াংগ তেন্দোগনগের গুহায় এই ছবিটি পাওয়া গিয়েছে। এখানে প্রাচীন মানববসতি ছিল বলেই অনুমান করা হচ্ছে। তার প্রমাণও মিলেছে গুহাচিত্রে। বিশেষজ্ঞরা বলছেন, তারা ছিল আধুনিক মানুষেরই মতো। এমন যন্ত্র তাদের হাতে ছিল যা দিয়ে যে কোনও ছবিই তারা আঁকতে পারত। ছবিটির ওপরে যে ক্যাসাইট জমে ছিল তা পরীক্ষা করে দেখা গিয়েছে, ছবিটি সাড়ে ৪৫ হাজার বছরের পুরানো। তার থেকেও বেশি প্রাচীন হতে পারে। 

ছবিটির আয়তন ১৩৬ সেন্টিমিটার চওড়া, ৫৪ সেন্টিমিটার। ছবিটির ওপরে দুটি হাতের ছাপ রয়েছে। রয়েছে আরও দুটি শূওরের ছবির অংশও। সেই হাতের ছাপ থেকে ডিএনএ পরীক্ষারও চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর প্রাচীনতম ডুডলের মতো ছবি পাওয়া গিয়েছিল ৭৩ হাজার বছর আগেকার। তবে মানুষের আঁকা ছবির মধ্যে এটিই প্রাচীনতম। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.