দেশের বাজেট পেশ হয়ে গিয়েছে ১ ফেব্রুয়ারি, এখন শুরু
হতে চলেছে সংসদে বাজেট আলোচনার পর্ব। সাধারণত কেন্দ্রীয় বাজেটের পর রাজ্য
বাজেট পেশ করা হয়ে থাকে যদিও একবার মমতা সরকার কেন্দ্রীয় বাজেটের আগেই
রাজ্য বাজেট পেশ করেছিল। এবারে সামনে ভোট। কাজেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা
যাবে না। নতুন সরকার যেই ক্ষমতায় আসুক তারা পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে।
এবারের ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে শুক্রবার ৫ ফেব্রুয়ারি।
অর্থমন্ত্রী
অমিত মিত্র অসুস্থ। তিনি বাজেট তৈরি করলেও বাজেটভাষণ পাঠ করতে বিধানসভায়
আসতে পারবেন না। সেক্ষেত্রে বাজেট বক্তৃতা পড়বেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়।
বাজেট পেশ করবেন মমতা
0
February 04, 2021
Thank You for your important feedback