এবার খাস কলকাতায় বেআইনি অস্ত্র সহ তিনজনকে হাতেনাতে ধরল পুলিশ। পাশাপাশি বিধানসভা ভোটের আগে অস্ত্র পাচারের উদ্দেশ্য বানচাল করে দিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, আগে গ্রেফতার হওয়া দুই দুষ্কৃতীকে জেরা করেই এই অস্ত্র পাচার চক্রের খোঁজ পায় পুলিশ। এরপরই ময়দান থানার পুলিশ মঙ্গলবার রাতে কলকাতার মেটিয়াবুরুজ এবং রাজারহাটে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। প্রথমে মঙ্গলবার সন্ধেয় তল্লাশি চালিয়ে রাজারহাট চৌমাথা থেকে অশান্তি ইসলাম নামে এক দুষ্কৃতীকে আটক করে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি ৭ এমএম পিস্তল ও তিনটি কার্তুজ। এরপরই মেটিয়াবুরুজ এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুজনকে জালে তোলে পুলিশ। ধৃত তিনজনকে নিয়েই আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয় বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত শনিবার বাবুঘাট এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ৬টি ৯ এমএম পিস্তল ও ১২টি ম্যাগাজিন। এদের জেরা করেই এই অস্ত্র পাচার চক্রের সদস্যেদর ধরতে সক্ষম হল ময়দান থানার পুলিশ।
Thank You for your important feedback