কৃষকদের নিয়ে বিদেশি সেলেব্রিটিদের পোস্টে হুঁশিয়ারি কেন্দ্রের

"কৃষকদের একটা খুবই ছোট অংশ বিক্ষোভ দেখাচ্ছেন। সোশাল মিডিয়ায় উত্তেজক মন্তব্য করা চলবে না।" একের পর এক বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা কৃষক আন্দোলনের সমর্থনে পোস্ট করায় রীতিমতো বিব্রত কেন্দ্র এই হুঁশিয়ারি জারি করেছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ, মার্কিন পপগায়িকা রিহানার মতো অনেকেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। সুইডেনের গ্রেটা লিখেছেন, কৃষকদের আন্দোলনের পক্ষে রয়েছেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মীনা হ্যারিসও কৃষকদের সমর্থনে পোস্ট করেছেন। তিনি ইন্টারনেট বন্ধ করা ও কৃষকদের ওপর পুলিশের 'অত্যাচার'-এর বিরোধিতা করেছেন। মার্কিন অভিনেত্রী আমান্ডা সার্নি বলেছেন, গোটা দুনিয়া কৃষকদের আন্দোলন দেখছে। 

বিদেশমন্ত্রকের বক্তব্য, এই বিক্ষোভকে ভারতের গণতন্ত্র এবং রাজনীতির প্রেক্ষিতে দেখতে হবে। সরকার সংশ্লিষ্ট কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করছে। এই ব্যাপারে মন্তব্য করার আগে বিষয়টি যাচাই করে দেখা উচিত। গোটা বিষয়টি বোঝা উচিত। সোশাল মিডিয়ায় সেলেব্রিটিদের মন্তব্য ভ্রান্ত, দায়িত্বজ্ঞানহীন। সংসদ এনিয়ে পূর্ণ বিতর্ক করছে। কৃষি আইন সংশোধনের ফলে কৃষকদের বাজারে যাওয়ার সুযোগ বেড়েছে বলেও দাবি করা হয়েছে। তারা আর্থিকভাবে লাভবান হয়েছে। এমনকী, সরকার আইন স্থগিত করতেও সম্মত হয়েছে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post