বেশ কয়েক দফা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। এসএসকে-এমএসকে সহ ১৩টি সংগঠন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন। বুধবার তাঁদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল সল্টলেকের করুণাময়ীতে। পুলিশের বাধা পার করে মিছিল এগোতেই দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ কয়েকজন বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকাকে গ্রেফতার করতেই। পরে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে শিক্ষকদের অভিযোগ, পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে সরিয়ে দেয়। এমনকী মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে।
এদিন শিক্ষকদের
দাবিাদওয়া সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার
শুনানি শেষ না হওয়া পর্যন্ত মিছিলকারীরা অপেক্ষা করেছেন। এরপর মামলার
নিষ্পত্তি না হতেই তাঁরা মিছিল শুরু করে। বিধাননগর পুলিশের দাবি, শিক্ষক
ঐক্য মুক্তমঞ্চের বিকাশ ভবন অভিযানের কোনও অনুমতি নেই। তাই বাধা দেওয়া
হয়েছে। অন্যদিকে নিয়োগের দাবিতে আপার প্রাইমারি টোট প্রার্থীরাও এদিন
ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই কর্মসূচি ঘিরেও
উত্তেজনা ছড়ায় ধর্মতলা চত্বরে। আন্দোলনকারী টেট প্রার্থীদের দাবি, ভোটের
আগেই তাঁদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই দাবি নিয়ে বুধবার দুপুরে
ধর্মতলায় জড়ো হন চাকরিপ্রার্থীরা। মিছিলের অনুমতি না থাকায় পুলিশ বাধা
দেয়। মিছিলে অনঢ় থাকেন চাকরিপ্রার্থীরা। এই নিয়ে উত্তেজনা তৈরি হলেও পরে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
Thank You for your important feedback