বাম-কংগ্রেসকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আব্বাস সিদ্দিকির

বামফ্রন্ট ও কংগ্রেসকে জোট নিয়ে সিদ্ধান্তের জন্য ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিলেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি। এমনটাই জানা গিয়েছে পিরজাদার ঘনিষ্ঠসূত্রে। সিদ্দিকির দাবি, ৪৪ আসন। বাম-কংগ্রেস দু’পক্ষের ইতিমধ্যেই ১৯৩টি আসনে রফা হয়েছে। বামফ্রন্ট ১০১টি এবং কংগ্রেস ৯২টি আসনে লড়বে। ১০১টি আসনে সমঝোতা বাকি রয়েছে। জোটের পক্ষে সিদ্দিকির সঙ্গে কথা বলছেন সিপিএমের মহম্মদ সেলিম। তবে সিদ্দিকির দাবি কীভাবে মানা সম্ভব তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন জোট নেতারা।
সিদ্দিকির নতুন দল ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’-এর যেসব জেলায় প্রার্থী দেওয়ার কথা ভাবা হয়েছ, সেই জেলাগুলিতেই বাম-কংগ্রেস জোটের আসন ভাগাভাগি হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। মুর্শিদাবাদে ১৪টি আসনে প্রার্থী দাঁড় করাবে কংগ্রেস। বামফ্রন্টের প্রার্থী লড়বেন ৪টিতে। বাকি চারটি আসন নিয়ে সমস্যা থাকলেও শীঘ্রই তা মিটে যাবে বলে আশাবাদী জোটের নেতারা। আবার মালদায় কংগ্রেস ৮টি ও বামফ্রন্ট ৩টি আসনে প্রার্থী দেবে। ইংরেজবাজার আসনটি কার প্রার্থী দাঁড়াবে এখনও ঠিক হয়নি। আব্বাস সিদ্দিকিকে কত আসন কোথায় দেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। তবে পিরজাদা জানিয়েছেন, আর অপেক্ষা নয়। রবিবারের মধ্যে জোট চূড়ান্ত না হলে তাঁরা নিজেদের মতো প্রার্থী দেবেন।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.