এবার ইরান, পাকিস্তানে ফের ‘সার্জিকাল স্ট্রাইক’

পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক। এবার অবশ্য ভারত নয়, বরং মধ্যপ্রাচ্যের দেশ ইরান সার্জিক্যাল স্ট্রাইক চালাল পাকিস্তানের মাটিতে। ইরান রেভোলিউশনারি গার্ড (IRGC) এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। এই অভিযানে তারা দুই ইরানি সেনাকে উদ্ধার করে নিয়ে যায়। তাঁরা পাকিস্তানের এক সন্ত্রাসবাদী সংগঠনের হাতে বন্দি ছিল বছর দুই ধরে। ইরানি মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুই বছর আগে দুই ইরানি সেনা জওয়ানকে অপহরণ করেছিল জইশ-অল-অদল (Jeish Al-Adl) নামে এক জঙ্গি সংগঠন। 

এরপর থেকেই ইরানি গোয়েন্দা বিভাগ নজরদারি চালাচ্ছিল ওই সংগঠনের উপর। এবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আচমকা সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। এই অতর্কিত হামলায় ইরানি সেনার বিশেষ বাহিনী বেশ কয়েকজন জঙ্গিকে খতম করেছে বলেই দাবি সেদেশের মিডিয়ার। এমনকি তাঁরা আরও দাবি করেছে পাক সেনাবাহিনীর কয়েকজন জওয়ান ও আধিকারিকেরও মৃত্যু হয়েছে সার্জিকাল স্ট্রাইকে। ইরানি মিডিয়ার দাবি, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে সিস্তান-বালুচিস্তানের মির্জাবেহ সীমান্ত থেকে ১৪ জন ইরানি সেনাকে অপহরণ করেছিল জঈশ-অল-অদল সংগঠনের জঙ্গিরা। যদিও সে বছরের ১৫ নভেম্বর পাঁচজনকে মুক্তি দিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। এরপর ২০১৯ সালে আরও চারজন ইরানি সেনাকে মুক্ত করে জঙ্গিরা। কিন্তু বাকিদের মধ্যে দুজনের খোঁজ পায় ইরানের গুপ্তচর সংস্থা। উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে এর আগেও বহুবার সার্জিকাল স্ট্রাইক করেছে ভারত-আমেরিকার মতো দেশ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post