ঘোষণা হয়নি প্রার্থীর নাম, গোসাবায় তৃণমূল বিধায়কের নামে দেওয়াল লেখা হল

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। ফলে কোনও রাজনৈতিক দলই তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেওয়ালের দখল নেওয়া নিয়ে গোলমালের খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা এলাকায় তৃণমূল বিধায়কের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। প্রতিবারই তৃণমূল প্রার্থীদের নাম বাছাই এবং ঘোষণা করেন তৃণমূল নেত্রী নিজেই। এখনও কোনওটাই তিনি করেন নি। কিন্তু তার আগেই গোসাবা ব্লকে বর্তমান বিধায়ক জয়ন্ত নস্করের নাম দেওয়ালে দেওয়ালে লেখা শুরু করে দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। 

এ প্রসঙ্গে জয়ন্ত নস্করের সাফাই, কর্মী সমর্থকরা অতি উৎসাহী হয়েই এই কাজ করে ফেলেছে। তিনি এই ধরণের কোনও নির্দেশ দেননি বলেই দাবি করেন গোসাবার তৃণমূল বিধায়ক। তবে তিনি এও বলেন, সব জায়গায় নয়, গোসাবা, শম্ভুনগর, আমতলি গ্রামপঞ্চায়েতেই দেওয়াল লেখা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের নেতারা এখন নেত্রীর কথাও শুনছেন না এবং ভরসাও করছেন না। তাই আগেভাগেই দেওয়ালে নাম লিখে নিজের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন। উল্লেখ্য, এর আগে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে দেওয়াল লিখন শুরু হয়েছিল। রাজ্যের অন্যান্য প্রান্তেও দেওয়ালের দখল নিয়ে বিক্ষিপ্ত উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে শাসকদল এবং বিরোধী দল বিজেপির মধ্যে জোরদার তরজা শুরু হয়েছে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.