ভারতে জরুরি প্রয়োগের জন্য তাদের আবেদন প্রত্যাহার করল মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার। এদেশে করোনার টিকাকরণের জন্য প্রথম আবেদনই করেছিল ফাইজার। ব্রিটেন এবং বাহরিনে অনুমোদন পাওয়ার পরই ভারতে টিকাকরণ ছিল তাদের লক্ষ্য। ৩ ফেব্রুয়ারি ভারতের ড্রাগ রেগুলেটরি অথরিটির বিশেষজ্ঞ কমিটির বৈঠকে ফাইজার অংশ নিয়েছিল।
ফাইজার বিবৃতিতে জানিয়েছে, সেই বৈঠকের আলোচিত বিষয় এবং অথরিটির চাহিদামতো অতিরিক্ত তথ্যের জন্য তাদের বিবেচনার ভিত্তিতে তারা তাদের আবেদন তারা তুলে নিচ্ছে। পরে ফাইজার আরও আলোচনার ভিত্তিতে আরও তথ্য দিয়ে নতুন করে আবেদন জমা দিতে পারে। ভারতের প্রয়োজনে তারা ভবিষ্যতে টিকা দিতে তৈরি। গত জিসেম্বরে ফাইজার ভারতে টিকা সরবরাহ ও বিক্রির জন্য আবেদন দিয়েছিল।
Thank You for your important feedback