ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই ধাক্কা খেল ইংল্যান্ড
শিবির। চোটের কারণে প্রথম একাদশ থেকে বাদ পড়লেন ওপেনার জ্যাক ক্রাউলে।
বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) তরফে এক বিবৃতিতে এই খবর
জানানো হল। বিবৃতিতে জাননো হয়েছে, ‘ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে থেকে
বাদ পড়েছেন জ্যাক ক্রাউলে। কারণ মঙ্গলবার প্যাক্টিসের জন্য ড্রেসিংরুম
থেকে মাঠে যাওয়ার সময় পাথরের মেঝেতে পা পিছলে পড়ে যান তিনি। সেই সময়ে
কবজিতে চোট পেয়েছিলেন ইংরেজ ওপেনার। স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে তাঁর ডান
কবজিতে চিড় হয়েছে’। ফলে বুধবার অনুশীলনে বাকি সকলকে দেখা গেলেও,
ক্রাউলেকে দেখা যায়নি। ফলে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভালো খবর ভারতীয়
দলের কাছে।
প্রথম টেস্ট শুরুর আগেই ধাক্কা ইংল্যান্ড শিবিরে
0
February 04, 2021
Tags
Thank You for your important feedback