ভয়াবহ তুষারঝড়ে স্তব্ধ নিউইয়র্কের জনজীবন

আমেরিকার উত্তরপূর্বে ভয়ঙ্কর তুষারঝড় বইছে। বিস্তীর্ণ এলাকা ঢেকে গিয়েছে পুরু বরফের চাদরে। নিউইয়র্ক সহ একাধিক শহরে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। উত্তরপশ্চিম থেকে উত্তরপূর্বে আসছে এই ঝড়। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো শহরে জরুরি অবস্থা জারি করেছেন। তাঁর কথা, এই ঝড়ে জীবনের আশঙ্কা রয়েছে। অবস্থা দ্রুত খুবই খারাপ হতে পারে। নিউইয়র্ক থেকে বাতিল হয়েছে ৯০ ভাগ উড়ান। লা গার্ডিয়া ও জেএফকে বিমানবন্দর স্বাভাবিক কাজকর্ম বন্ধ করা হয়েছে। নিউ জার্সির করোনা টিকাকরণ কেন্দ্রগুলিও বন্ধ রাখা হয়েছে। একই অবস্থা বস্টনেও।

মঙ্গলবার দেড় থেকে দুই ফুট বরফ জমে যাওয়ার আশঙ্কা আবহাওয়া দফতরের। নিউ জার্সি ও পেনসিলভেনিয়ার কিছু অংশে ২৭ ইঞ্চির মতো বরফ জমে গিয়েছে। ম্যানহাটানের সেন্ট্রাল পার্কে জমে রয়েছে ১৩ ইঞ্চিরও বেশি বরফ। বস্টনে বৃষ্টির সঙ্গে তুষারপাত চলছে। ৪৮ থেকে ৬৪ কিলোমিটার বেগে হাওয়া বইছে। আবহাওয়াবিদরা বলছেন, ২০১৬ সালের মতো তুষারঝড় হলে নিউইয়র্ক শহরে জমে যেতে পারে দুই ফুট বরফ। এই অবস্থায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে। বাসিন্দারা বলছেন, গত ৩০ বছরে এমন তুষারপাত তাঁরা দেখেননি। উত্তরপশ্চিম আমেরিকায় সাবওয়ে পরিষেবা এবং ম্যানহাটান থেকে নিউ জার্সির ট্রেন চলাচলও বন্ধ করা হয়েছে। মঙ্গলবার বন্ধ স্কুলও।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post