পোলিও ড্রপের বদলে স্যানিটাইজার ১২ শিশুকে

পোলিও ড্রপের বদলে শিশুদের দেওয়া হল স্যানিটাইজার। মারাত্মক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভাতমল অঞ্চলে। ১২টি শিশুকে খাওয়ানো হয়েছিল স্যানিটাইজার। শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। জানা গিয়েছে, সেখানকার ঘাটানজি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রবিবার পালস পোলিও খাওয়ানো চলছিল। এই ঘটনার পর দায়িত্বে থাকা ডাকা ডাক্তার, আশা ও অহ্গনওয়াড়ি কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। ঘটনাক প্রশাসনিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

পোলিও ড্রপের বদলে স্যানিটাইজার খাওয়ানোর পরই শিশুরা বমি করতে শুরু করে। রাতে প্রচণ্ড অস্বস্তি হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে যেতে হয়। তারা আপাতত সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। শিশুদের বাবারা জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীরা যখন ভুল বুঝতে পারেন, তখনই তাঁদের বাচ্চাদের ডেকে আবার পোলিও ড্রপ দেওয়া হয়। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post