কেন্দ্রের পর রাজ্য সরকারও এবার স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিল। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। ফলে এবার থেকে ১০০ শতাংশ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত করা যাবে রাজ্যের বিভিন্ন টুর্নামেন্ট। করোনা অতিমারির প্রভাবে দেশজুড়ে স্থগিত হয়ে গিয়েছিল সব ধরনের খেলাই। রাজ্যে করোনার প্রভাব কমায় এবার এমনই সিদ্ধান্ত নেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। মঙ্গলবার নবান্ন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, উঠে যাচ্ছে ক্রীড়াক্ষেত্রে সমস্ত রকম নিষেধাজ্ঞা।
রাজ্য ক্রীড়ামন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সকলের জন্য খুলে যাচ্ছে স্টেডিয়াম। তবে বেশকিছু বিধি মানতে হবে সকলকেই। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার ও খেলা শুরুর আগে স্যানিটাইজিং করা অবশ্যক। আশা করা যায় এই ঘোষণার ফলে উপকৃত হবে রাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের টুর্নামেন্ট, যেমন ইন্টার স্কুল ও কলেজের প্রতিযোগিতা, কলকাতা ফুটবল লিগ প্রভৃতি। একইসঙ্গে ফের দর্শকাসন পূর্ণ হওয়ায় বেশ উন্মাদনা সৃষ্টি হবে খেলোয়াড় থেকে দর্শকদের মধ্যে। আই লিগের খেলা চলছে কলকাতায়, এবার এই টুর্নামেন্টের খেলায় টিকিট বিক্রিতেও আর বাধা থাকল না।
স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিল রাজ্য
0
February 03, 2021
Tags
Thank You for your important feedback