সোমবার সকালেই সোশাল মিডিয়ায় কন্যাসন্তানের নাম ও ছবি
শেয়ার করেছিলেন অনুষ্কা শর্মা। বিরুষ্কা মেয়ের নাম ‘ভামিকা’। যদিও যে ছবি
তিনি শেয়ার করেছিলেন তাতে ভামিকার মুখ স্পষ্ট দেখা যায়নি। এবার তাতেই
জড়িয়ে পড়ল রাজ চক্রবর্তী ও শুভশ্রীর ছেলে যুবানের নাম। এর কারণ সোশাল
মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে নিয়ে
দাঁড়িয়ে ভারত অধিনায়ক। এরপরই তোলপাড় হতে শুরু করে সোশাল মিডিয়া। একাংশের
দাবি, ওই ছবিতে যে শিশুকে দেখা যাচ্ছে সে আসলে রাজ-শুভশ্রীর ছেলে যুভান।
ফলে
সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছিল কোহলির কোলে ভামিকা নাকি যুবান?
কারণ গত কয়েকদিন আগেই অভিনেত্রী শুভশ্রী একটি ছবি পোস্ট করেছিলেন
ইনস্টাগ্রামে। ছবিতে দেখা গিয়েছিল নীল টি-শার্ট পড়ে চারমাসের যুবানকে কোলে
নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাবা রাজ চক্রবর্তী। এবার সেই ছবিতে পরিচালক রাজের
মুখের জায়গায় সুপার ইম্পোজ করে বসিয়ে দেওয়ায় হয়েছে ভারত অধিনায়ক কোহলির
মুখ। কিন্তু যথারীতি কোলে রয়েছে যুবান। তাই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে
পাশাপাশি দুটি ছবিই শেয়ার করে টলিউড অভিনেত্রী শুভশ্রী লিখেছেন, বিরাট
কোহলির কোলে কি ভামিকা? নাকি রাজের সঙ্গে রয়েছে যুবান!
বিরাটের কোলে কি রাজ-শুভশ্রীর ছেলে যুবান?
0
February 03, 2021
Tags
Thank You for your important feedback