আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে জোট চাইছে কংগ্রেস। দলের
প্রবীণ নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান এই জোট চেয়ে
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠিও দিয়েছেন। বৃহস্পতিবার সিএন নিউজকে
মান্নান টেলিফোনে জানিয়েছেন, আব্বাস সিদ্দিকির সেকুলার ফ্রন্ট চাইছে
বাম-কংগ্রেসের সঙ্গে জোট করতে। অপরদিকে কংগ্রেস ও বামফ্রন্টেরও মত একই
মনোভাবাপন্ন কোনও দল জোটে আসুক। তাই দলের সর্বোচ্চ নেত্রীকে আমি চিঠি দিয়ে
জোট নিয়ে অনুমতি চেয়েছি। কারণ কংগ্রেসে সবই ঠিক করে হাইকমান্ড। তিনি আরও
জানান, বামেদের সঙ্গে জোট করা নিয়ে হাইকমান্ডের অনুমতি পাওয়া গিয়েছে।
আরেকটি দলকে এই জোটে সামিল করার জন্যই অনুমতি চেয়েছি। মান্নান সাহেবের
দাবি, রাজ্যের শাসকদল তৃণমূল এবং অপর দল বিজেপিকে হারাতেই এই বৃহত্তর জোটের
প্রয়োজন।
অপরদিকে শুক্রবার দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। আর
এই বাজেটেই চমক, নজিরবিহীনভাবে এবার বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। তার অনুমতিও দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু এই
বিষয়ে আপত্তি জানিয়ে বাজেট অধিবেশন বয়কট করছে বাম-কংগ্রেস বিধায়করা। এদিন
বিধানসভায় যৌথ সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়ে দিয়েছেন বাম বিধায়ক সুজন
চক্রবর্তী এবং কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান।
Thank You for your important feedback