সম্পত্তি বিবাদের জেরে নিজের তুতো ভাইকে কুপিয়ে খুন করে
সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করল দাদা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইকো
পার্ক থানার রামমন্দির শুলুংগুড়ি আঠির মাঠে।
স্থানীয় এলাকাবাসীরা
জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মঙ্গল ঘোষের সঙ্গে তুতো ভাই সাধন ঘোষের পরিবারের
সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। বৃহস্পতিবার দুপুরে তাঁদের মধ্যে বচসা শুরু
হয়। সেই সময়ে মঙ্গল ঘোষ তাঁর ভাইকে এলোপাথারি ছুরির কোপ দিতে শুরু করেন
বলে স্থানীয়রা জানিয়েছেন। তখনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাধন।
ঘটনার পর অভিযুক্ত মঙ্গল থানায় গিয়ে ঘটনাটি জানিয়ে নিজেই আত্মসমর্পণ
করেছেন বলে জানা গিয়েছে। তারপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ।
ভাইকে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পণ দাদার
0
February 04, 2021
Tags
Thank You for your important feedback