অবশেষে বইপ্রেমীদের জন্য সুখবর শোনাল পাবলিশার্স
অ্যান্ড বুকসেলার্স গিল্ড। আগামী জুলাই মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ৪৫তম
কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানেই বসবে
বইমেলার আসর। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলেই বৃহস্পতিবার জানালেন গিল্ড
কর্তারা। শীঘ্রই দিনক্ষণ ঠিক করে জানিয়ে দেওয়া হবে।
রাজ্যের করোনা
পরিস্থিতির জন্য পিছিয়ে যায় ২০২১ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা।
বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই
বইপ্রেমীদের কথা মাথায় রেখে জুলাইয়েই বইমেলা করার কথা ভাবা হয়েছে। এদিন
গিল্ড কর্তারা জানিয়ে দিয়েছেন, আগের ঘোষণামতোই এবারের থিম দেশ হবে
বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষও পালন করা হবে বইমেলায়।
পাশাপাশি নেতাজির ১২৪ তম জন্মবার্ষিকী ও সত্যজিতের জন্মশতবর্ষও উদযাপন হবে
বইমেলায়।
সুখবর, জুলাই মাসে অনুষ্ঠিত হবে কলকাতা বইমেলা
0
February 04, 2021
Tags
Thank You for your important feedback