আজ থেকে ৫০ বছর আগে সত্যজিৎ রায়ের " সীমাবদ্ধ" ছবিতে অভিনয়ে করে সিনেমা জগতে প্রবেশ দীপঙ্কর দে-র। তারপর একে একে মৃণাল সেন, তপন সিংহ থেকে সমস্ত ছোটবড় পরিচালকের সাথে কাজ। সিনেমা ছাড়াও যাত্রায় জমিয়ে অভিনয় করেছেন বেশ কয়েক বছর। মোটের উপর বাংলা সাংস্কৃতিক জগতের একটি জনপ্রিয় নাম দীপঙ্কর দে। আজ সিনেমায় আসার ৫০ বছর বাদে নতুন ভূমিকায় এলেন, রাজনীতি।
CN ওয়েবকে দীপঙ্করবাবু জানালেন যে তৃণমূল কংগ্রেসে এসেছি এটা বড় বিষয় নয়, কোনও কিছু পাওয়ার জন্য দলে আসিনি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে, গঠনমূলক কাজে মুগ্ধ তাই সরাসরি দলে যোগ দিলাম। এর আগেও মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে এমনকি ২১ জুলাই নিয়মিত মঞ্চে উপস্থিত থেকেছেন। এখন দীপঙ্করবাবুর বয়স ৭৬, এ বয়সে নিশ্চই ভোট যুদ্ধে যাবেন না বলেই সিনেমা জগতের ধারণা।
Thank You for your important feedback