‘পক্ষপাতদুষ্ট’ অফিসারদের সরানো ও বেশি দফার ভোট চেয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি

আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে ভোট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। আর তার আগের মুহুর্তেই চাপ বাড়াল বিজেপি নেতৃত্ব। নিজেদের কয়েকটি দাবি-দাওয়া নিয়ে শুক্রবার দিল্লিতে কমিশনের সদর দফতরে হাজির হলেন বিজেপি নেতারা। এদিন বিজেপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সর্বভারতীয় নেতা ভুপেন্দ্র যাদব এবং ওম পাঠক। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়। এদিন নির্বাচন কমিশন থেকে বের হয়ে দিলীপ ঘোষ বলেন, গত পঞ্চায়েত ভোট বা লোকসভায় কি অবস্থা হয়েছিল সেটাই বিস্তারিত নির্বাচন কমিশনকে জানিয়ে এলাম। বিশেষ করে পশ্চিমবঙ্গে কিভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে শাসকদল সেটাও জানানো হয়েছে। ফলে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেদিকটাও কমিশনকে নজর দেওয়ার অনুরোধ করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে বিজেপির তরফে কমিশনের কাছে আর্জি জানানো হয়েছিল নির্বাচনের অনেক আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক। এদিন বিজেপির প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরও আর্জি জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে ৯ থেকে ১০ দফার ভোট করানো হোক। পাশাপাশি প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ও আবেদন করা হয়েছে বিজেপির তরফে। সেইসঙ্গে সমস্ত ভোটারই যাতে বুথে পৌঁছাতে পারেন সেটাও লক্ষ্য রাখার দাবি জানানো হয়। পাশাপাশি এদিন বিজেপি নেতারা জানিয়েছেন, যে সমস্ত আধিকারিকরা তৃণমূলের হয়ে কাজ করছেন তাঁদের অপসারণের দাবি জানানো হয়েছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post