প্রয়াত প্রাক্তন টেনিস তারকা আখতার আলি

প্রয়াত হলেন টেনিস খেলোয়াড় আখতার আলি। বয়স হয়েছিল ৮১ বছর। রবিবার ভোরে ঘুমের মধ্যেই মারা গেলেন প্রাক্তন এই টেনিস তারকা। হাসপাতালে ভর্তি ছিলেন আখতার আলি। কলকাতায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। পঞ্চাশ থেকে ষাটের দশকে আখতার ছিলেন ভারতীয় ডেভিস কাপের নিয়মিত খেলোয়াড়। টুর্নামেন্টে তাঁর জয়ের রেকর্ড ৯-২। সিঙ্গলস ও ডাবলসে তিনি খেলেছেন টেনিস কিংবদন্তি রামনাথ কৃষ্ণণ, নরেশ কুমার, প্রেমজিৎ লাল, জয়দীপ মুখার্জির সঙ্গে। ১৯৫৫ সালে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, পৌঁছেছিলেন জুনিয়র উইম্বলডনের সেমি ফাইনালে। অবসরের পর তিনি রমেশ কৃষ্ণন, বিজয় অমৃতরাজ, লিয়ান্ডার পেজ, সোমদেব দেববর্মণ, সানিয়া মির্জাদের কোচ হিসেব কাজ করেছেন। তাঁর পুত্র জিশান আলি প্রাক্তন জাতী.য় চ্যাম্পিয়ন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.