ফের একবার জুটি বাঁধছেন আালিয়া-রণবীর। অন্তত বলিপাড়ায় তো ঘুরছে সেই খবরই। গাল্লি বয়- সিনেমায় প্রথমবারের জন্য তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এবার করণ জোহরের হাত ধরেই বড়পর্দায় ফিরছেন তাঁরা। অ্যায় দিল হ্যায় মুশকিল- এর প্রায় ৫ বছর পর পরিচালনায় ফিরছেন করণ। আর কামব্যাক হচ্ছে লাভস্টোরি দিয়েই। লকডাউনের মধ্যেই স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করেছেন তিনি। সূত্রের খবর, গল্প শুনেই সম্মতি জানিয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। গাল্লি বয় জুটিকে আারও একবার দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরাও।
করণের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন আালিয়া। এমনকী আলিয়া তাঁকে ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড হিসেবেই মেনে চলেন। এদিকে রণবীরের সঙ্গে করণের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব থাকলেও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি দুজনের। যদিও পিরিয়ড ড্রামা ও ম্যাগনাম ওপাস ‘তখত’-এ আলিয়া ও রণবীরকে জুটি হিসেবে ভেবেছিলেন করণ। কিন্তু করোনার জেরে আপাতত বিশ বাঁও জলে সেই সিনেমা। তবে সুযোগ এসে গেল তাড়াতাড়িই। যদিও এখনও নতুন সিনেমা নিয়ে মুখ খোলেননি করণ জোহর ও ধরমা প্রোডাকশনের টিম।
Thank You for your important feedback