কৃষি আইন নিয়ে আলোচনা, তিনবার মুলতুবি রাজ্যসভা

কৃষি আইন নিয়ে আলোচনায় রাজি হওয়ায় মঙ্গলবার রাজ্যসভায় ওয়াক আউট করলেন বিরোধীরা। গোলমালের জেরে তিনবার রাজ্যসভা মুলতুবি করতে হয়। কৃষক আন্দোলন নিয়ে মুলতুবি প্রস্তাবে রাজি হননি ডেপুটি চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তাঁর যুক্তি, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় তাঁরা কৃষক ইস্যু তুলতে পারেন। তৃণমূলের সুখেন্দুশেখর রায় বলেন, কৃষকদের সঙ্গে সরকারের কী কথা হয়েছে তা তাঁরা জানেন না। তাই এনিয়ে আলাদা বিতর্ক হওয়া উচিত। সিপিআইয়ের ইলামারাম করিম, ডিএমকের তিরুচি শিবা দিল্লি সীমান্তে প্রচণ্ড ঠান্ডায় বসে থাকা কৃষকদের অসহ অবস্থার কথা উল্লেখ করেন। বেঙ্কাইয়া তাতেও রাজি হননি। তখন কংগ্রেস, তৃণমূল, আরজেডি, বাম ও ডিএমকের সাংসদরা সভা ছেড়ে চলে যান। তাঁরা কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছিলেন। 

সভা প্রথমে ৪০ মিনিটের জন্য মুলতুবি হয়। ফের অধিবেশন শুরু হলে সভা মুলতুবি এক ঘণ্টার জন্য। তারপরও গোলমাল থামেনি। সাংসদরা ওয়েলে নেমে আসেন। তৃতীয়বারের জন্য অধিবেশন মুলতুবি হয় আরও এক ঘণ্টার জন্য। বেঙ্কাইয়া বলেন, লোকসভায় মঙ্গলবার এবং রাজ্যসভায় বুধবার এই বিষয় নিয়ে আলোচনা হবে। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.