হিন্দি সিনেমা দিয়ে কামব্যাক, ধর্ষিতাদের যন্ত্রণা তুলে ধরবেন অপর্ণা

প্রায় তিনবছর পর পরিচালনায় ফিরছেন অপর্ণা সেন। তবে বাংলা নয়, হিন্দি সিনেমা দিয়েই কামব্যাক করছেন তিনি। স্পষ্ট বক্তা হিসাবে বরাবরই পরিচিত অপর্ণা সেন। নিজের প্রতিটি সিনেমাতেও তা ফুটে উঠেছে।  সেই তালিকায় নতুন সংযোজন ‘দ্য রেপিস্ট’। সিনেমার মূল বিষয়, সমাজে নারীদের প্রতি অত্যাচার। শ্লীলতাহানি, ধর্ষণের মতো সমাজের এই ব্যাধিগুলো যেন আরও বেশি করে জেঁকে বসছে। মতের বিরুদ্ধে গেলেই আসছে রেপ থ্রেট। আর নির্যাতনের শিকার হলে জোটে আরও অপমান। প্রশাসনের কাছে বিচার চাইতে গেলেও সহ্য করতে হয় অসহনীয় যন্ত্রণা, লজ্জা। কেন নির্যাতিতাকেই সহ্য করতে হবে অপমান, এই প্রশ্নই তুলে ধরবেন পরিচালক।

‘দ্য রেপিস্ট’ এর মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অর্জুন রামপাল ও কঙ্কনা সেনশর্মা। সূত্রের খবর, আগামী মাস থেকেই শুরু হতে পারে সিনেমার শুটিং।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.