কিশোর ভারতী স্টেডিয়াম পছন্দ, চিঠি দিল দুটি ক্লাব

চলতি সপ্তাহের সোমবার উদ্বোধন হয়েছে দক্ষিণ কলকাতায় নবরূপায়িত কিশোর ভারতী স্টেডিয়ামের। সেদিনই দর্শক নিয়ে আয়োজিত হয়েছিল আইলিগের চার্চিল ব্রাদার্স বনাম রিয়েল কাশ্মীরের ম্যাচ। এবার কলকাতা ফুটবল লিগে এই নতুনভাবে সংস্কার করা স্টেডিয়ামে ম্যাচ খেলতে ইচ্ছুক গঙ্গাপারের শতাব্দী প্রাচীন দুটি ক্লাব। দুই ক্লাবের তরফ থেকে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই স্টেডিয়াম বেশ প্রশংসিত হয়েছে বাংলার ক্রীড়ামহলে। কিশোর ভারতী স্টেডিয়ামে দর্শকাসন প্রায় ১৬ হাজার। ফলে এই স্টেডিয়ামকে পেতে বেশ আগ্রহী দুটি ক্লাবই, এসসি ইস্টবেঙ্গল ও এটিকে-মোহনবাগান। তাঁদের দাবিতে যদি আইএফএ শিলমোহর দেয়, তাহলে বেশি খুশির খবর হবে দুই শিবিরের সমর্থকদের জন্য।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post