পশ্চিমবঙ্গে ৬ থেকে ৮ পর্বে বিধানসভা ভোট হতে চলেছে। এমনই খবর নির্বাচন কমিশন সূত্রের। জানা গিয়েছে, এমাসের ১৫ তারিখের পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। কেরল, তামিলনাডু, পুদুচেরিতে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছে কমিশনের ফুল বেঞ্চ। ১৫ ফেব্রুয়ারি দাক্ষিণাত্য সফর শেষ হবে তাদের। তারা ফিরে আসার পরই দিন ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গ এবং অসমে ইতিমধ্যেই ফুল বেঞ্চ ঘুরে গিয়েছে। কমিশন এপ্রিলের মধ্যেই ভোট চুকিয়ে দিতে চায়। ৩০ মে রাজ্য সরকারের মেয়াদ শেষ হচ্ছে।
ফেব্রুয়ারি শেষ বা মার্চের গোড়ায় এই পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিনপঞ্জি ঘোষণা হবে। তামিলনাডু, কেরল ও পুদুচেরিতে ভোট হবে এক দফায়। এ রাজ্যে তা হবে ৬-৮ দফায়। অসমে ২ বা ৩ পর্ব ভোট হতে পারে। তবে সব জায়গার ভোটই গোনা হবে একদিনেই। নির্বাচন কমিশন চায়, ১ মে-র আগেই ভোটগ্রহণ শেষ করে ফেলতে। তারপর শুরু হয়ে যাবে দশম ও একাদশের সিবিএসই বোর্ডের পরীক্ষা। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে দুই কমিশনার সুশীল চন্দ্র ও রাজীব কুমার ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি তাঁরা তামিলনাডু, কেরল ও পুদুচেরিতে যাবেন।
Thank You for your important feedback