একুশের ভোটের আগে ফের রথযাত্রা করবে বঙ্গ বিজেপি। ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের পাঁচটি জায়গা থেকে শুরু হবে প্রস্তাবিত এই রথযাত্রা কর্মসূচির। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘পরিবর্তনের রথযাত্রা’। যেগুলি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বলে জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, পাঁচটি রথযাত্রার অনুমতি চেয়ে ইতিমধ্যেই নবান্নে মূখ্যসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে অনুমতি এখনও মেলেনি বলেই জানা যাচ্ছে।
রাজ্য বিজেপির প্রস্তাবিত ‘পরিবর্তনের রথযাত্রা’ ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। বিজেপির পাঁচটি সাংগঠনিক জোনে পাঁচটি রথ বের হবে। পুরো কর্মসূচি চলবে ২০ থেকে ২৫ দিন ধরে। এরমধ্যে ৬ ফেব্রুয়ারি নদিয়ার নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই রথ নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার আংশিক এলাকার বিধানসভা কেন্দ্র ছুঁয়ে শেষ হবে ব্যারাকপুরে। দ্বিতীয় রথটি ৮ ফেব্রুয়ারি কোচবিহার থেকে শুরু হয়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও মালদা জেলা ঘুরে শেষ হবে মালদা শহরে। তৃতীয় রথটি কাকদ্বীপ থেকে শুরু হবে ৮ তারিখে। এটি দক্ষিণ ২৪ পরগনার সমস্ত বিধানসভা কেন্দ্র ঘুরে কলকাতায় আসবে, এবং সমস্ত কলকাতা ঘুরে শেষ হবে। চতুর্থ রথটি ৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম থেকে বের হয়ে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলা ঘুরে শেষ হবে বেলুড়ে। পঞ্চম রথটি ৯ ফেব্রুয়ারি তারাপীঠ থেকে যাত্রা শুরু করে বীরভূম, আসানসোল, বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বিস্তৃর্ণ এলাকা ঘুরে শেষ হবে পুরুলিয়া শহরে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এ প্রসঙ্গে জানান, ‘৬ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন যাত্রার পরিকল্পনা রয়েছে। বিরোধী শিবিরের ভোট প্রচারের জন্য সব রাজ্যই অনুমতি দিয়ে থাকে। মুখ্যসচিবও বিষয়টি খতিয়ে দেখে আমাদের জানাবেন’। এখন দেখার রাজ্য সরকার বিজেপির রথযাত্রার অনুমতি দেয় কিনা।
Thank You for your important feedback