'আত্মনির্ভর' ঢুকে পড়ল অক্সফোর্ড অভিধানে


এবার 'আত্মনির্ভর' শব্দটি ঢুকে গেল অক্সফোর্ড অভিধানে। সেটিই ২০২০ সালের বছরের সেরা হিন্দি শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে। অভিধানকর্তারা বলছেন, অতিমারির মধ্যে ভারতীয়দের দৈনন্দিন বেঁচে থাকার অভিজ্ঞতা ওই শব্দটিতে রয়েছে।

অক্সফোর্ডের ভাষাবিদদের কমিটি 'আত্মনির্ভর' শব্দটি বেছে নিয়েছেন। তাদের মতে, এই শব্দের সুদূরপ্রসারী প্রভাব থাকবে। ইদানীং প্রধানমন্ত্রী ভাষণে বারবার উঠে আসছে এই শব্দটি। ফলে জনমানসে জায়গা করে নিয়েছে 'আত্মনির্ভরতা'। বিশেষকরে, করোনা টিকা আবিষ্কার ও টিকাকরণের পর শব্দটি আরও জনপ্রিয়তা বেড়েছে। প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতেও আত্মনির্ভর ভারতের কথা বলা হয়েছে বায়োটেকলজি বিভাগ থেকে। এর আগে অক্সফোর্ড অভিধানে এসেছে 'আধার', 'নারী শক্তি', 'সংবিধান'।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.